Hot video

Saturday, February 20, 2016

sex health

Sexe Health
http://dgfpbd.blogspot.com





Sexual Health
Although sex is not vital for good health, it’s definitely good for you. It can boost circulation, help depression, soothe chronic pain, and reaffirm the joys of living. And sexual problems often signal deeper ills: Low libido, erectile dysfunction, genital infection, or sexual pain may hide a serious health problem such as diabetes or heart trouble.
 
If the plan goes ahead it will give Tasmania some of the toughest tobacco laws in the world.
The current legal age to purchase, possess or smoke cigarettes in all Australian states is 18.
Critics have complained the proposed restrictions would be a violation of civil liberties.
Australia already has some of the world's toughest anti-smoking policies.
It introduced so-called plain packaging in 2012, where packs are colored an identical olive brown and are covered in graphic health warnings.
The country is also one of the most expensive places in the world to buy cigarettes - from around A$20 a pack ($15; £10).

Friday, February 19, 2016

ঔষধ ব্যবহারে কিছু সতর্কতা খুবই জরুরী(medicine-carefully-used)

http://dgfpbd.blogspot.com
এন্টিবায়োটিক

চিকিৎসার জন্য এন্টিবায়োটিক একটি বড় স্থান দখল করে আছে! এন্ট্রিক ফিভার বা টাইফয়েড জ্বরের জন্য এক সময় সিপ্রোফ্লক্সাসিন নামের এন্টিবায়োটিক যথেষ্ট কার্যকরি থাকলেও এখন আর আগের মতো কাজ করে না অনেকের শরীরেই, শুধু মাত্র ঐ ঔষধের যথেচ্ছ ব্যবহারের জন্যই এমনটা হয়েছে, এখন সেই টাইফয়েড রোগের চিকিৎসার জন্য প্রয়োজন হয় তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন গ্রুপের এন্টিবায়োটিক!


চোখের ঔষুধ

•প্রথমত রুগীকে জানতে হবে তার কি চোখের কোন ড্রপ এ এলার্জী আছে কিনা? পূর্বের এলার্জীর ইতিহাস থেকে সেই ড্রপের নাম ডাক্তারকে চিকিৎসা নেবার পূর্বেই জানানো প্রয়োজন
•শরীরে চোখের রোগ ব্যতিত অন্য কোন রোগ আছে কিনা যেমন ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ, হাঁপানী, বাতরোগ, ইত্যাদি তা ডাক্তারকে জানানো প্রয়োজন
•চোখের চুলকানী বা এলার্জীর চিকিৎসা হিসেবে কখনো কখনো ডাক্তার স্ঁল্প সময়ের জন্যে স্টেরইড আইড্রপ ব্যবহার এর পরামর্শ দেন এবং রুগী অনেক আরামবোধ করেন। কি‘ ডাক্তারের পরামর্শ ব্যাতিত রুগীরা এই ড্রপ মাসের পর মাস ব্যবহারের ফলে, চোখে ছানিরোগ এবং চাপ বেড়ে দিয়ে (গ্লুকোমা) চোখ অন্ধ হয়ে যেতে পারে
•আমাদের মধ্যে চোখে সমস্যা হরেই ওষুধের দোকান হতে এন্টিবায়োটিক ড্রপ কিনে চোখে ব্যবহারের প্রবণতা রয়েছে। এতে চোখের রোগ প্রতিরোধ ক্ষমতা দিনদিন কমে যায় এবং ঘনঘন চোখে ইনফেকশন হতে পারে
•আঘাতের কারণে অথবা অন্য যে কোন কারণে যদি কর্ণিয়াতে ঘা হয়, সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ব্যতিত স্টেরইড ড্রপ ব্যবহার করলে কর্ণিয়া ঘা বেড়ে গিয়ে কর্ণিয়া ছিদ্র হয়ে যেতে পারে
•যাদের চোখের ভেতর প্রদাহ বা ইউভাইটিস রয়েছে, সেইক্ষেত্রে পাইলোকারপিন এবং ল্যাটানোপ্রষ্ট জাতীয় ওষুধ ব্যবহার করা যায়না। এতে চোখের প্রদাহ বেড়ে যায়

Thursday, February 18, 2016

Migration

মাইগ্রেইন হলে তীব্র মাথা ব্যথা হয় যা সাধারণত মাথার একদিকে অথবা পিছনের দিকে অনুভূত হয়, তবে অনেক সময় চোখেরচারপাশেও ব্যথা থাকতে পারে। এর সাথে প্রায় সময়ই বমি বমি ভাব থাকে, কোনো কোনো সময় চোখেও সবকিছু ঝাপসা দেখা যায়।মাইগ্রেইন চক্রাকারে হতে থাকে অর্থাৎ একবার আসে আবার ভালো হয়ে যায় তারপর আবার আসে এবং এভাবে চলতেই থাকে।

বয়োঃসন্ধিতে প্রথম মাইগ্রেইন হতে দেখা যায় এবং তা বার্ধক্য হবার আগ পর্যন্ত চলতে পারে।অনেক সময় জন্মনিয়ন্ত্রনের বড়ি বা বিশেষকোনো খাবার খেলে মাইগ্রেইন শুরু হয়, এগুলো মাইগ্রেইন এর প্রেসিপিটেটিং ফ্যাক্টর (Precipitating factor) নামে পরিচিত।
নিউরোলজিস্ট (Neurologist) এর তত্ত্বাবধানে মাইগ্রেইন এর চিকিৎসা করানো উচিত। মাইগ্রেইন হলে প্যারাসিটামল জাতীয় অসুধ খেলে মাথা ব্যথাকমতে পারে। মাইগ্রেইন রোগীর উত্তেজনা নিয়ন্ত্রন করতে হবে সেই সাথে প্রেসিপিটেটিং ফ্যাক্টর পরিহার করতে হবে। ব্যথা খুব বেশী হলেনিউরোলজিস্টগণ প্রপানলল, এমিট্রিপ্টাইলিন, মেথিসারজাইড ইত্যাদি অসুধ ব্যবহার করে থাকেন।

Family members

http://dgfpbd.blogspot.com

Exams of F.P

Family Planning is a personal experience with won life at wife and husband.After marriage !!husband and wife completely .discussion making politician born a baby.so there's. something .like pulling method.they like love ❤ fijical related very well filling bysexual relationship.so better than yours /myself carefully selected family planning method.example - pil of people protection,or condom's use boy of pennies .link-
http://dgfpbd.blogspot.com