Hot video

Saturday, February 27, 2016

Sexually problems of women


Symptoms And Diagnosis
Next Treatment.So visit My blog

The most common problems related to sexual dysfunction in women include:
◾Inhibited sexual desire:This involves a lack of sexual desire or interest in sex. Many factors can contribute to a lack of desire, including hormonal changes, medical conditions and treatments (for example cancer andchemotherapy), depression,pregnancy, stress, and fatigue. Boredom with regular sexual routines also may contribute to a lack of enthusiasm for sex, as can lifestyle factors, such as careers and the care of children.
◾Inability to become aroused:For women, the inability to become physically aroused during sexual activity often involves insufficient vaginal lubrication. The inability to become aroused also may be related to anxiety or inadequate stimulation. In addition, researchers are investigating how blood flow problems affecting the vagina and clitoris may contribute to arousal problems.
◾Lack of orgasm (anorgasmia):This is the absence of sexual climax (orgasm). It can be caused by sexual inhibition, inexperience, lack of knowledge, and psychological factors such as guilt, anxiety, or a past sexual trauma or abuse. Other factors contributing to anorgasmia include insufficient stimulation, certain medications, and chronic diseases.
◾Painful intercourse:Pain during intercourse can be caused by a number of problems, including endometriosis, a pelvic mass, ovarian cysts, vaginitis, poor lubrication, the presence of scar tissue from surgery or a sexually transmitted disease. A condition called vaginismus is a painful, involuntary spasm of the muscles that surround the vaginal entrance. It may occur in women who fear that penetration will be painful and also may stem from a sexual phobia or from a previous traumatic or painful experience.
Diagnosis
To diagnose a woman’s sexual problem, the doctor likely will begin with a thorough evaluation of symptoms and a physical exam. The doctor may perform a pelvic exam to evaluate the health of the reproductive organs and a Pap smear to detect changes in the cells of the cervix (to check for cancer or a pre-cancerous condition). He or she may order other tests to rule out any medical problems that may be contributing to the problem.
An evaluation of your attitude regarding sex, as well as other possible contributing factors (fear, anxiety, past sexual trauma/abuse, relationship problems, alcohol or drug abuse, for example) will help the doctor understand the underlying cause of the problem and make appropriate recommendations for treatment.http://dgfpbd.blogspot.com

Friday, February 26, 2016

sexual problems by women

Many women have problems with sex at some stage in their life. Here’s a look at some forms of female sexual dysfunction (FSD) and advice on where to get help if FSD affects you.
icn

According to the Sexual Advice Association, sexual problems affect around 50% of women and become more common as women get older.
Dysfunction can include loss of desire, loss of arousal, problems with orgasm, and pain during sex.
To identify the reasons behind sexual dysfunction, both physical and psychological factors have to be considered, including a woman’s relationship with her partner.

Causes

 
 

The causes of sexual problems are as varied and complex as the human race. Some problems stem from a simple, reversible physical problem. Others can stem from more serious medical conditions, difficult life situations, or emotional problems. Still others have a combination of causes. Any of the following can contribute to sexual problems:
◾Relationship problems: Discord in other aspects of the relationship, such as distribution of labor, childrearing, or money, can cause sexual problems. Issues of control or even abuse in the relationship are especially harmful to sexual harmony. Such problems can prevent a woman from communicating her sexual wants and needs to her partner.
◾Emotional problems:Depression,anxiety (about sex or other things),stress, resentment, and guilt can all affect a woman’s sexual function.
◾Insufficient stimulation: A woman’s (or her partner’s) lack of knowledge about sexual stimulation and response may prevent a woman from achieving a satisfactory experience. Poor communication between partners can also be a culprit here.
◾Gynecologic problems: A number of pelvic disorders can cause pain in intercourse and thus decrease satisfaction. ◾Vaginal dryness: The most common reason for this in younger women is insufficient stimulation. In older women, the decrease in estrogen that occurs in perimenopause ormenopause is the cause of vaginal dryness. Poor lubrication can also be linked to hormone imbalances and other illnesses and to certain medications. It can inhibit arousal or make intercourse uncomfortable.
◾Vaginismus: This is a painful spasm of the muscles surrounding the vaginal opening that causes the vaginal opening to “tighten.” It can prevent penetration or make penetration extremely painful. Vaginismus can be caused by injuries or scars from surgery, abuse, or childbirth, by infection, or by irritation from douches, spermicides, or condoms. It can also be caused by fear.
◾Sexually transmitted diseases:Gonorrhea, herpes, genital warts,chlamydia, and syphilis are infectious diseases spread by sexual contact. They can cause changes in the genitals that make sex uncomfortable or even painful.
◾Vaginitis: Inflammation and irritation of vaginal tissues due to infection or other causes can make intercourse uncomfortable or painful.
◾Endometriosis, pelvic mass, ovariancyst, surgical scars: Any of these can cause an obstruction or anatomical changes that prevent intercourse or make it difficult or painful.
◾Pelvic inflammatory disease: This is an infection of the vagina that moves up into the cervix, uterus, and ovaries. It can be very painful on its own and make intercourse extremely painful.
◾Nerve damage after surgery: Unavoidable cutting of small nerves during pelvic surgery (such ashysterectomy) may decrease sensation and response.
◾Physical conditions: Many physical or medical conditions can decrease a woman’s satisfaction with her sex life. ◾Tiredness (fatigue)
◾Chronic diseases such asdiabetes, heart disease, liver disease,kidney disease
◾Cancer
◾Neurologic disorders
◾Vascular (blood flow) disorders
◾Hormonal imbalances
◾Menopause
◾Pregnancy
◾Alcohol or drug abuse
◾Medications: Certain medications can reduce desire or arousal. One well-known group of drugs that have this effect are the selective serotonin-reuptake inhibitor (SSRI) group ofantidepressants, which includes drugs such as Prozac and Zoloft. Others include certainchemotherapy drugs, drugs for high blood pressure, and antipsychotic medications.
◾Other medical treatments: Treatments such as radiation therapy for certain types of cancer can reduce vaginal lubrication. They can also make skin and the membranes lining the genitals tender and sensitive.
◾History of abuse: A woman who has suffered sexual or other abuse may have trouble trusting her partner enough to relax and become aroused. She may have feelings of fear, guilt, or resentment that get in the way of a satisfactory experience, even if she cares deeply about her current partner.
◾Attitudes toward sex: Many people, either because of the way they were brought up or because of earlier bad experiences, don’t view sex as a normal and enjoyable part of a couple’s relationship. They may associate sex or sexual feelings with shame, guilt, fear, or anger. On the other hand are people who have unrealistic expectations about sex. Portrayals of sex in television and movies as always easy and fantastic mislead some people into believing that is how it is in real life. These people are disappointed or even distressed when sex is sometimes not earth-shattering or when a problem occurs.
◾Sexual problems of the partner: If a woman’s partner has sexual problems, such as impotence or lack of desire, this can inhibit her own satisfaction.http://dgfpbd.blogspot.com

Thursday, February 25, 2016

কান পাকা রোগ



কানের সমস্যা

কান পাকা রোগ

কান পাকা রোগ দুই ধরনের। একটি হচ্ছে নিরাপদ ধরনের, অন্যটি মারাত্মক ধরনের। নিরাপদ ধরনের কানপাকা রোগে কান থেকে কানের পর্দা ছিদ্র থাকে। কান দিয়ে পুঁজ পড়ে। কানেব্যথা হয়, কানচুলকায়, কানে কম শোনা যায়। প্রাথমিক অবস্থায় কিছু ওষুধ ব্যবহার করে ও উপদেশ মেনে চলে রোগ নিরাময় করা যায়। তবে  এতে কানের পর্দা জোড়া লাগেনা। তবে অপারেশন করে কানের পর্দা জোড়া লাগানো যায়। মারাত্মক ধরনের কানপাকা রোগে কান দিয়ে সবসময় একটু করে কষের মত ঝরে। কানের এই কষ পঁচা দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। বিশেষজ্ঞরা এই দুর্গন্ধ থেকেই রোগটির ধরণ বুঝতে পারেন। মারাত্মক ধরনের কানপাকা রোগে অপারেশনই হচ্ছে প্রকৃত চিকিত্সা। উভয় ধরনের কানপাকা রোগ জটিল হয়ে কানের পুঁজ মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যেতে পারে। এ ধরনের জটিলতায় কানে অপারেশন লাগে। অনেক ক্ষেত্রে রোগ নিরাময়ের পাশাপাশি রোগীর জীবন বাঁচানোর জন্য এই অপারেশন করতে হয়। কান পাকা রোগ নিয়ে কখনোই হেলা ফেলা করা উচিত নয়


মধ্য কর্ণে প্রদাহ

এই সমস্যা শিশুদের বেশি হয়ে থাকে। তবে বড়দেরও হয়ে থাকে। সাধারণত উর্ধ্বশ্বাসনালীর প্রদাহ, টনসিলের ইনফেকশন, এডিনয়েড নামক গুচ্ছ লসিকা গ্রন্থির বৃদ্ধি ইত্যাদি থেকে এই ইনফেকশন হয়ে থাকে। এই রোগে কানে বেশ ব্যথা হয়, কান বন্ধ মনে হয়। সঠিক সময়ে এই রোগের চিকিত্সা না করলে কানের পর্দা ফুটো হয়ে রোগটি কান পাকা রোগে রূপ নিতে পারে। এন্টিবায়োটিক ও নাকের ড্রপসহ অন্যান্য ওষুধ হচ্ছে এই রোগের চিকিত্সা।


মধ্য কর্ণে পানির মত তরল জমা


এই রোগের কারণও  উপসর্গ অনেকটা মধ্যকর্ণে প্রদাহের মতই। তবে উপসর্গসমূহের তীব্রতা অনেক কম থাকে। সাধারণ ওষুধেই এ রোগ সারে। অনেক সময় ছোট্ট অপারেশন করে মধ্যকর্ণে জমে থাকা পানি বের করে দিতে হয়।কানে ফাঙ্গাস ও ক্ষত

কানের মধ্যে অনেক সময় ফাঙ্গাস এবং ক্ষত হয়। সাধারণত কান খোঁচানোর জন্য কানের মধ্যে ফাঙ্গাস হয়ে থাকে। কান পরিষ্কার করা কিংবা কান খোঁচানো অনেক সময় একই বিষয় হয়ে দাঁড়ায়। এসব কাজে ব্যবহার করা হয় কটনবাড থেকে মুরগির পালক, কলমের মুখ, চুলের ক্লিপ ইত্যাদি। এসব কিছুই কানের এই রোগটির জন্য দায়ী। কানে ফাঙ্গাস হলে কান মূলত চুলকায়। সাথে ইনফেকশন বেড়ে প্রদাহ হলে ব্যথা হয়, কষ ঝরে ও কান বন্ধ হয়ে থাকে। অনেক সময় কানের ভিতরে ক্ষত হয়ে ফাঙ্গাসের সাথে কানের বাইরের পথটিতে ক্ষত সৃষ্টি হলে ব্যথা মারাত্মক আকার ধারন করে। তবে চিকিত্সায় পুরো সেরে যায়। তবে ওষুধের চিকিত্সা শুরুর আগে ইএনটি বিশেষজ্ঞ দিয়ে কান পরিষ্কার করিয়ে নিতে হবে।

কানে ওয়াক্স বা খোল

এই খোল অনেকেই পরিষ্কার করার চেষ্টা করেন।নিজে এটি পরিষ্কার করা ঠিক নয়। নিজে পরিষ্কার করতে গেলে জমে থাকা খোলের বেশিরভাগই ভিতরে চলে যায়। ফলে বিপত্তি আরো বাড়ে। কানে খোল আটকে গেলে কানে ব্যথা হয়, কানে কম শোনা যায় কান বন্ধ থাকার কারণে। ইএনটি স্পেশালিস্ট কান দেখে এটি পরিষ্কার করে দিতে পারেন। তাবে পরিষ্কার করা সম্ভব না হলে খোল গলানোর ওষুধ রয়েছে। তাতেও কাজ না হলে কিংবা অবস্থা বেশি খারাপ হলে অজ্ঞান করে কান পরিষ্কার করে দিতে হয়। যাদের কানে খোল হওয়ার প্রবনতা রয়েছে তারা নিয়মিত কানে ৪/৫ ফোঁটা করে অলিভ অয়েল দিতে পারেন।


গলার সমস্যা
টনসিল

লক্ষণঃ
•তীব্র গলাব্যথা
•মাথাব্যথা, উচ্চ তাপমাত্রা
•খাবার খেতে কষ্ট ও মুখ হাঁ করতে অসুবিধা হয়
•কানে ব্যথা হতে পারে
•মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে
•স্বরভঙ্গ, গলায় ঘাসহ টনসিল স্ফীতি, ঢোঁক গিলতে কষ্ট হয়, গলা ফুলে যাওয়া
কারণঃ-

পুষ্টির অভাব,আইসক্রিম, ফ্রিজে রাখা শীতল পানি বেশি পান করা টনসিলের জন্য ক্ষতির কারণ হতে পারে। স্যাঁতসেঁতে স্থানে বাস করলে, আবহাওয়ার পরিবর্তনে শীতের প্রকোপ বেশি হলে, রোদ থেকে এসে ফ্রিজের ঠান্ডা পানি পান করলে, গরমে ঘাম বসে গেলে টনসিলের প্রদাহ বেড়ে যেতে পারে
চিকিৎসাঃ
•প্রচুর পরিমাণে পানি খেতে হবে
•পূর্ণ বিশ্রাম নিতে হবে। পূর্ণ বিশ্রামে থাকতে হবে যত দিন সুস্থ না হবে
•মুখের হাইজিন (মুখগহ্বরের স্বাস্থ্য) বা ওরাল হাইজিন ঠিক রাখতে হবে। এটাকে মাউথ ওয়াশ বলা হয়, যা দিয়ে বারবার কুলি করতে হবে
•সাধারণ স্যালাইন বা লবণ মিশ্রিত গরম পানি দিয়ে বারবার কুলি করতে হবে। লেবু বা আদা চাও খেতে পারেন
•গলায় ঠান্ডা লাগানো যাবে না


নাকের সমস্যা

নাক ডাকার কারনঃ
•অতিরিক্ত ওজন
•অ্যালকোহল সেবন
•বালিশ বদলে ফেলা
•ঠান্ডা লাগা রোধ করুন
•পানি কম খাওয়া


নাক দিয়ে রক্ত পড়লেঃ
•নাক দিয়ে রক্ত পড়লে সঙ্গে সঙ্গে বসে পড়ুন এবং বৃদ্ধ ও নির্দেশক অঙুলি দিয়ে নাকের সামনের নরম অংশে চাপ দিয়ে এবং মুখ দিয়ে শ্বাস নিন...এভাবে ১৫-২০ মিনিট চেপে ধরলে অনেক ক্ষেত্রে রক্ত পড়া বন্ধ হয়ে যায়
•অনেক সময় কপালে, ঘাড়ে বরফ দিয়ে ঘষলে বা বরফ ঠান্ডা পানি খেলে উপকার পাওয়া যায়

সাইনাস এর মাথা ব্যাথা
লক্ষণঃ
•ঠান্ডা বা সর্দি-কাশি লাগার সময় বা পরে থেকে এ ধরণের মাথা ব্যথা শুরু হয়
•ব্যথা মুখমন্ডলের বা মাথার কোন নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে
•মাথা ব্যথা সকালের দিকে বেশী হয়
•হাঁচি-কাশি দিলে ব্যথা বেশী হয়। হঠাত্ করে মাথা নাড়লেও ব্যথা বেশী হয়
•শীতকালে বেশী হয়

চিকিত্সাঃ
•চিকিত্সা হিসাবে এন্টিবায়োটিক, এন্টিহিস্টামিন, নাজাল ডিকনেজস্ট্যান্ট বা নাজাল স্প্রে দেয়া হয়
http://dgfpbd.blogspot.com

The Exercise to Make it Hotter: Bowing Pushup

1.The Exercise to Make it Hotter: Bowing Pushup
It's not very creative, but missionary is the go-to move for most people, says Britton. The reason: It's an intimate position that allows for face-to-face contact. And while she enjoys feeling your weight on her body, you can't let all pounds rest on her.
"You need strong arms and shoulders to hold yourself up the entire time," says BJ Gaddour, C.S.C.S., a Men's Health fitness advisor and CEO of Men's Health StreamFIT. "But a tired upper body can lead to extra strain on your lower back and an unenjoyable experience for the both of you." Before you hit the sheets, increase your upper-body strength and shoulder stability with the bowing pushup.
Here's how to do it: Get into a pushup position. Keeping your elbows close to your ribs, lower your torso as if you were performing a pushup. You should be hovering a few inches above the floor. Simultaneously squeeze your glutes, drop your hips toward the floor, push your arms straight, and lift your head and chest toward the ceiling. Pause, and then lift your hips until you are in a pushup position again. That's 1 rep. Perform 10 in a row.
2.Having sex uses a lot of muscles you don't normally use during the course of the day. "The last thing you want to worry about during the act is getting tired or losing stamina," says Patti Britton, Ph.D., clinical sexologist, and author of The Art of Sex Coaching: Expanding Your Practice. You'll enjoy yourself a lot more—and be more adventurous—if your body is prepped for better performance in bed. Here are 5 exercises you should add to your workout routine today to make these 5 sex positions hotter tonight.http://dgfpbd.blogspot.com

Wednesday, February 24, 2016

Asthma

হাপানী
লক্ষনঃ
•শ্বাসকষ্ট
•শুকনো কাশি
•শ্বাস-প্রশ্বাসের সময় বাঁশিরমতো সাঁ সাঁ শব্দ
•হঠাৎ দমবন্ধ ভাব অনুভব করা
প্রাথমিক চিকিৎসাঃ
•রোগের প্রাথমিক পর্যায়ে শুধু ইনহেলার (inhaler) জাতীয় শ্বাস নালীর প্রসারক বা ব্রঙ্কডাইলেটর (bronchodilator) ব্যবহার করে এবং কিছু নিয়ম মেনে এটা পুরোপুরি নিয়ন্ত্রনে রাখা যায়
•রোগের তীব্রতা বাড়ার সাথে সাথে আরো শক্তিশালী ব্রঙ্কডাইলেটর ইনহেলার এবং সঙ্গে ট্যাবলেট জাতীয় ব্রঙ্কডাইলেটর এমনকই স্টেরয়েড জাতীয় অসুধ ও ব্যবহার করার প্রয়োজন হতে পারেhttp://dgfpbd.blogspot.com

Tuesday, February 23, 2016

Ovarian cancer - do you know the signs?

February is Ovarian Cancer Awareness Month
Ovarian cancer is one of the lesser-known cancers affecting women, even though it is the fourth deadliest cancer for New Zealand women.   http://dgfpbd.blogspot.com
This month we take a look at ovarian cancer, its hard-to-spot symptoms and how you can best look after yourself.
Ovarian cancer is the one of five gynaecological cancers, which include:
•Cervical cancer
•Endometrial cancer
•Vulval cancer
•Vaginal cancer
Of these, ovarian cancer is the most likely to be fatal.
Although it is much less common than other cancers, ovarian cancer is very difficult to diagnose, as its symptoms are similar to other common, but less serious, health issues such as irritable bowel syndrome or constipation.
Symptoms often only appear in the later stages of the cancer, meaning by the time most women visit a doctor, the cancer may have already spread beyond the ovary.
It is for these reasons that ovarian cancer is sometimes called the “silent cancer”.
Symptoms
If you experience any of the following symptoms most days, for two weeks or more, you should make an appointment to see your doctor:
•Abdominal pain, or increase in abdominal size
•Persistent bloating
•Feeling full quickly, or having trouble eating
•Losing weight very easily
•Extreme tiredness
•Changes to bowel function
•Needing to urinate more frequently, often urgently
•Abnormal vaginal bleeding
•Back pain.
Your doctor might do a pelvic exam if they suspect you might have ovarian cancer, as well as ordering various tests (a blood test or an ultrasound scan.)
Risk factors
Although there aren’t any known lifestyle causes for ovarian cancer, there are other factors which can raise your risk of developing ovarian cancer:
•A family history of ovarian, breast, bowel or uterus lining cancers
•Women who have few or no pregnancies
•Women who have hormone replacement therapy, especially for longer periods of time
•Some forms of ovarian cancer are caused by an inherited gene mutation. This was initially discovered in families with several cases of breast cancer, and women with this mutation have a higher risk of ovarian cancer
•It is believed the more periods you have had in your life (or the more active your ovaries have been in releasing eggs), the greater chance you have of developing ovarian cancer. That’s why your risk can increase if you started your period early, went through menopause late, haven’t had children, or if you haven’t used contraception that stops ovulation (such as the pill)
•Risk also increases with age.
Be aware of the signs of gynaecological cancers, particularly ovarian cancer, and if you notice any symptoms, visit your doctor as soon as possible.
If you belong to any of the higher risk groups, speak with your doctor, and make sure you have regular check-ups.
Did you know?
•You can cut your risk of ovarian cancer by taking the combined contraceptive pill (“the pill”). It can reduce your risk by 50% and this protection can last up to 30 years after you stop taking the pill.
•There is no screening programme for ovarian cancer, but keeping up-to-date with your cervical smears and having regular health checks are a good idea.
Beat Ovarian Cancer

Tuberculosis

যক্ষা বা টিবি একটি ইনফেকশন জাতীয় রোগ। এক সময় যদিও ধারনা ছিলো যে যক্ষা একটি ভয়ানক মরণ ব্যাধি কিন্ত এখন বলা হয় যক্ষা হলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই । মূলত মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস (Mycobacterium tuberculosis) নামক ব্যাকটেরিয়ার আক্রমনের কারনে এই রোগ হয় যার সংক্ষিপ্ত নাম টিবি বা টিউবারকল বেসিলাই আর সে কারনেই এই রোগ কে সংক্ষেপে টিবি রোগ বলা হয়। তবে অন্য মাইকোব্যাকটেরিয়া জাতীয় জীবানু ও এই রোগ করতে পারে। টিবি কিন্ত শুধু ফুসফুসেরই রোগ নয়, ফুসফুস ছাড়াও এটা শরীরের প্রায় সব অংগেই হতে পারে।
ফুসফুসে যক্ষা বা টিবি হলে সন্ধ্যা বেলায় জ্বর আসা, কফ কাশী, কাশীর সাথে রক্ত যাওয়া সহ ক্ষুধামন্দা, ওজনহীনতা, অবসাদ ও ক্লান্তি, রাতে ঘুমের মধ্যে ঘেমে যাওয়া সহ নানা উপসর্গ দেখা দিতে পারে।http://dgfpbd.blogspot.com
কফ পরীক্ষা যক্ষার সবচেয়ে নির্ভর যোগ্য পরীক্ষা, তবে কোনো কোনো ক্ষেত্রে এই রোগ নির্নয় করতে এক্সরে পরীক্ষা এবং রক্ত পরীক্ষাও করা লাগে।
বিশ্বের অন্যান্য দরিদ্র দেশের মতো বাংলাদেশেও

Monday, February 22, 2016

অজ্ঞান

দেহের স্নায়ুতন্ত্রের কাজের বিঘ্ন ঘটলে রোগীর জ্ঞান লুপ্ত হয়ে যায়। এ অবস্থাকে অজ্ঞান বা অচেতন অবস্থা বলে। বিভিন্ন কারণে মানুষ অজ্ঞান হয় যেমন- রোগবশত, দুর্ঘটনাজনিত, বিষক্রিয়াজনিত এবং তাপের তারতম্যজনিত কারণে।

১। রোগীকে ফাঁকা ও বায়ুপূর্ণ স্থানে নিয়ে যেতে হবে।

২। রোগীর জামা-কাপড়, জুতা, মোজা, কৃত্রিম দাঁত থাকলে খুলে নিতে হবে।

৩। রোগীকে চিৎ করে শুইয়ে পর্যবেক্ষণ করে কী করণীয় তা স্থির করতে হবে।

৪। লোক বেশি হলে সরাতে হবে।

৫। রক্তক্ষরণ হলে তার প্রতিবিধান করতে হবে।

৬। কোনো উত্তেজক পানীয় বা খাদ্য খাওয়ানো যাবে না।

৭। বিষজনিত কারণে অজ্ঞান হলে রোগীকে উপুড়করে বুকের নিচে বালিশ দিয়ে শুইয়ে দিতে হবে। রোগীর দুটি পা হাঁটু হতে উপরের দিকে ভাঁজ করে দিতে হবে।

৮। জ্ঞান ফেরার জন্য মুখে পানির ঝাপটা দিতে হবে। গরম চা বা কফি খাওয়াতে হবে।

৯। যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে ডাক্তারের কাছে নিতে হবে।
http://dgfpbd.blogspot.com

Sunday, February 21, 2016

Lens problem

আমাদের চোখের ভেতরে ক্যামেরার মতো যে লেন্স (Lens) আছে তা অনেক সময় ঠিকমতো সংকোচিত হতে না পারলে আমরা দুরের অনেক জিনিস স্পষ্ট দেখতে পাইনা। এই রোগটির নাম মায়োপিয়া বা দুরদৃষ্টি। এই রোগে কাছের কোনো জিনিস দেখতে কোন অসুবিধা হয়না। সাধারণত মাথা ব্যথা বা এই জাতীয় সমস্যা নিয়ে রোগীকে এই রোগে অভিযোগ করতে শোন যায়না।
বয়স্ক লোকদের তুলনায় কমবয়সী লোকজনেরই এই রোগটি বেশী হতে দেখা যায়। অনেক সময় জন্মগত কারনেও এটি হতে পারে। চক্ষুরোগ বিশেষজ্ঞের কাছে গেলে এই রোগটি আছে কিনা তা তিনি Retinoscopy পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেন।SEEN MORE http://dgfpbd.blogspot.com.com
-
চোখে শুধুমাত্র Myopia রোগ থাকলে চশমায় একটি অবতল লেন্স (Concave lens)ব্যবহার করে চোখের এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কন্টাক্ট লেন্স ব্যবহার করে চশমা ব্যবহার না করেও এই সমস্যার হাত থেকে রেহাই মেলে।